শহর ছেড়ে প্রশান্তির জন্য যেতে পারেন সাগরের তীরে। বাংলাদেশে বেশ কিছু সি-বীচ থাকলেও কুয়াকাটা (Kuakata) একদমই ব্যাতিক্রম। অনন্য গুণের জন্যই কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কোলাহল মুক্ত নিরিবিলি নেই কোন মানুষের গাদাগাদি যেখানে আপন মনে নিজের মতো করে সময় কাটিয়ে দিতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। প্রশস্ত সি-বীচ কোলাহল মুক্ত ও নিরিবিলি। যেখানে নিজের মতো করে সময় কাটাতে পারেন। বসে থাকার জন্য ২০/৩০ টাকা ঘণ্টায় আরামদায়ক চেয়ার ভাড়া পাবেন। বাড়তি আনন্দের জন্য ফোর হুইলার ইজি বাইক পাবেন। এছাড়াও স্পীড বোডে জন প্রতি ২০০/- টাকায় সমুদ্র ভ্রমণ করতে পারবেন। সব শেষে সূর্যাস্ত উপভোগ করতে পারেন।
|
সি-বীচ |
|
সি-বীচ |
|
সি-বীচ |
|
মিসরিপাড়া বৌদ্ধ মন্দির |
|
মিসরিপাড়া বৌদ্ধ মন্দির |
|
সি-বীচ |
|
ঝাউবন |